- Advertisment -
HomeViral Newsমমতা ‘মা-দুর্গা’, অনুব্রত ‘অসুর’! সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই বিপাকে যুবক

মমতা ‘মা-দুর্গা’, অনুব্রত ‘অসুর’! সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই বিপাকে যুবক

মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা (Mamata Banerjee Meme) এবং অনুব্রত মণ্ডলকে অসুরের রূপ (Anubrata Mondal Meme) দেওয়া একটি ছবি ফেসবুকে পোস্ট করে গ্রেপ্তার হতে হল এক যুবককে। যুবকের নাম বর্ণ মন্ডল। বীরভূম পুলিশ এদিন ওই যুবককে গ্রেফতার করে। অভিযুক্তের বাড়ি সিউড়ি ২ নম্বর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের পতন্ডা গ্রামে।

তবে এমন ঘটনা এই প্রথম নয় এর আগেও মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Meme) আর মুকুল রায়কে নিয়ে কার্টুন পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে। টানা ৯ বছর পর অম্বিকেশ মহাপাত্রকে কার্টুনকাণ্ডে আংশিক ছাড় দিয়েছে আদালত। তবে বর্ন মন্ডলের জন্য কি সাজা অপেক্ষা করছে তা আপাতত জানা নেই।

Anubrata & Mamata Banerjee Meme
Anubrata & Mamata Banerjee Meme

বর্ন মণ্ডল নামের ধৃত ওই যুবক বুধবার নিজের ফেসবুক পেজে একটি দূর্গা মূর্তির ছবি আপলোড করেন। ছবিতে মা দুর্গার মুখের জায়গায় দক্ষ হাতে এডিট করে বসানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি। এবং দুর্গা মূর্তিটি যেই অসুরের পিঠে চড়ে অসুর বধ করছেন তার মুখে বসানো তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মুখ। এই ছবিটি আপলোড করে ওই যুবক লিখেছেন, ‘কেস দেবেন না প্লিজ’।

এই প্রথম নয় ধৃত বর্ণ মন্ডলের ফেসবুক পেজে এই ধরনের বহু ভিডিও এবং ছবিতে ভরা। ফেসবুকে লক্ষীর ভান্ডারের লম্বা লাইনের ছবি পোস্ট করে লিখেছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ’। পাশেই স্কুলের ফাঁকা বেঞ্চ ও চেয়ারের ছবি দিয়ে লিখেছে, ‘সরস্বতীর ভাণ্ডার শূন্য’।

এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়েছিলেন তৃণমূল কর্মীরা। দলের ব্লক সভাপতি নুরুল ইসলাম সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বর্ণকে বাড়ি থেকে আটক করে।

Anubrata & Mamata Banerjee Meme

নুরুল দাবি করেন, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে এসব করছে। বর্ণ মন্ডল বিজেপির সোশ্যাল মিডিয়ার একজন কর্মী বলেও দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের অভিযোগ, ইচ্ছেকৃতভাবেই এই ছবি পোস্ট করা হয়েছে। এই ঘটনায় বিজেপি ও তৃণমূলের মধ্যে চাপান উতোর শুরু হয়েছে।

আরো পড়ুন: ভারতের সবচেয়ে ‘ধনী’ ভিখারি মুম্বইয়ের ভরত

বিজেপি জেলা সভাপতি উত্তম রজক বলেন, “ছেলেটি তৃণমূল ঘরানার। বিজেপির সঙ্গে তার কোন যোগ নেই। অহেতুক বিজেপিকে জরান হচ্ছে”। তবে এই বিষয়ে যুবকের কোন বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিদিনের ভাইরাল নিউস এর আপডেট পেতে ফলো করুন আমাদের ফেইসবুক পেজ ভিসিট করুন আমাদের ওয়েবসাইট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পাবলিক বাথরুম থেকে বেরিয়ে এলো সিংহ, ভয়ংকর কাণ্ডের ভিডিও পোস্ট করতেই...

ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে জেন্টস টয়লেট থেকে বেরোতে দেখা যাচ্ছে সিংহ মামাকে।

নীল শাড়িতে নাচলেন স্কুল শিক্ষিকা, সোশ্যাল মিডিয়ায় মুহুর্তে ভাইরাল ভিডিও

School Teacher Dance Viral Video: অনেক মানুষেরই ছোট থেকেই নাচ গানের মতো সাংস্কৃতিক...

জনপ্রিয় হিন্দি গানে বেলি ডান্স করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবতী, দেখুন...

মাত্র দের মিনিটের এই ভিডিওতে দীপালীর নাচ মন কেড়েছে দর্শকের।

মুকেশ আম্বানির জামাই বলে নিজেকে দাবী করলেন এই ব্যাক্তি! চাইলেন জেড...

রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়

মুকেশ আম্বানির জামাই বলে নিজেকে দাবী করলেন এই ব্যাক্তি! চাইলেন জেড...

রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়

বদলে গেলো ট্রেন্ড পুজোয় এবার সুজয়দা-পুচকি নয়, ঝড় শুধু শোভন-বৈশাখীর

শোভন বাবুকে ঘিরে তার এই নাচ দেখে তাদের দুজনকে “লাভ বার্ডস” বলা যেতেই পারে।

ছানাদের জীবন বাঁচাতে সাপের সঙ্গে লড়াইয়ে উদ্যত মা মুরগি, দেখুন ভাইরাল...

সম্প্রতি মাতৃত্বের এই রূপের সাক্ষী থাকলো সোশ্যাল মিডিয়া

‘অপর্ণা ফিরে চলো’, স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ব্যানার...

শ্বশুরবাড়ির সামনে হাজির হন দেবদুলাল দাস। সঙ্গে ছিল ব্যানার। তাতে লেখা, “অপর্ণা ফিরে চলো শ্বশুরবাড়িতে।

রেললাইন পারা করার সময় আটকে গেল যুবকের পা! দৌড়ে এসে প্রাণ...

দেখা যাচ্ছে একটি রেললাইনের ওপর থেকে পরপর কয়েক জন মানুষ লাইন পারাপার হচ্ছেন।

মহাভারতের গান মুসলিম ব্যক্তির কন্ঠে শুনে মুগ্ধ নেটিজেনরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

ধারাবাহিকের জাদু যে এখনো পর্যন্ত এতটুকুও কমেনি তা আরো একবার প্রমাণ পাওয়া গেল