- Advertisment -
HomeNewsTechnologyএবার WhatsApp পেমেন্টেও মিলবে ক্যাশব্যাক! জেনে নিন কীভাবে পাবেন এই অফার

এবার WhatsApp পেমেন্টেও মিলবে ক্যাশব্যাক! জেনে নিন কীভাবে পাবেন এই অফার

WhatsApp Pay Cashback Offer: বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) সবথেকে গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। হোয়াটসঅ্যাপ হামেশাই ব্যবহারকারীদের জন্য নানান রকমের চমক নিয়ে হাজির হয়।

আর এবার আবারও হোয়াটসঅ্যাপ এক আকর্ষণীয় ফিচারস (WhatsApp Pay) নিয়ে হাজির হয়েছে, এই ফিচারসের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ থেকে লেনদেন করলে পেয়ে যাবেন (Cashback) ক্যাশব্যাক।

WhatsApp Pay Cashback Offer
WhatsApp Pay Cashback Coupon

বর্তমানে এমন মানুষ নেই যিনি স্মার্টফোনের ওপর নির্ভরশীল নন। স্মার্টফোন কেবলমাত্র যোগাযোগের মাধ্যমই নয় তার পাশাপাশি একাধিক কাজে লেগে থাকে যার মধ্যে অনলাইন লেনদেনের।

বিল পেমেন্ট থেকে শুরু করে অর্থ লেনদেন সবকিছুই স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসেই সেরে ফেলেন মানুষ। সেই কারণে কিছুদিন আগেই টাকা লেনদেনের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছিল এমনই একটি ফিচারস। যেখানে হোয়াটসঅ্যাপের সাথে নিজের ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) যোগ করলে খুব সহজেই টাকা লেনদেন করতে পারা যাবে।

বর্তমানে বিল পেমেন্ট থেকে শুরু করে যেকোন আর্থিক লেনদেনের ক্ষেত্রে একাধিক অ্যাপস মার্কেটে এসেছে। বিল পেমেন্ট করলে বিভিন্ন কুপন (Cashback Coupon) পাওয়া যায় কখনো কখনো এই কুপন গুলির মাধ্যমে বিশেষ সংস্থার জিনিসে ছাড় পাওয়া যায়।

কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এতদিন আর্থিক লেনদেনে কোন প্রকার ক্যাশব্যাক বা কুপন মিলত না, আর এবার সেই ফিচারস নিয়েই হাজির হল হোয়াটস্যাপ সংস্থা।

এতদিন হোয়াটসঅ্যাপে ক্যাশব্যাক বা কুপন না পাওয়ার কারণে অন্যান্য যেসব অ্যাপসে এই সুবিধা গুলি রয়েছে সেখানেই অধিকাংশ মানুষ সেইসব অ্যাপসের দিকেই ঝুঁকে পড়তো।

আর তাই লেনদেন বাড়াতে এই নতুন ফিচারটি অ্যাড করতে চলেছে সংস্থা। জানা যাচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট এর উপর থাকবে একটি ‘Get cashback on your next payment’ অপশন।

আরো পড়ুন: নতুন প্রোজেক্ট নিয়ে নামছে টাটা

প্রতিদিনের ভাইরাল নিউস এর আপডেট পেতে ফলো করুন আমাদের ফেইসবুক পেজ ভিসিট করুন আমাদের ওয়েবসাইট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রায় ২ বিলিয়ন তথ্য চুরির আশঙ্কা Google Chrome থেকে! আপনিকি সুরক্ষিত...

ইন্টারনেটের যুগে বহুল প্রচলিত ওয়েব ব্রাউজার Google Chrome নিয়ে উঠে এল বড়োসড়ো তথ্য।আপনিও...

এবার ভারতের আকাশেও উড়বে গাড়ি, সফর করতে পারবে দু’জন! সুখবর দিলো...

চিকিৎসা ক্ষেত্রে এমারজেন্সি পরিস্থিতিতেও এই গাড়ি ব্যবহার করা যাবে’।

বাজারে আসলো TATA-র নতুন ই-বাইসাইকেল, ৬ টাকায় চলবে ১০০ কিমি

25kmph গতিতে ছুটবে এই সাইকেল। পাশাপাশি এই সাইকেলের উপর সংস্থা আগামী ২ বছরের গ্যারিন্টি পিরজন্ত দেবে সংস্থা।

আপনার আধার নম্বর দিয়ে অন্য কেউ সিম তোলেনি তো? করে নিন...

আপনার আধার কার্ড দিয়ে অন্য কেউ অসাধু কাজ কর্ম করছে না তো?

আধার কার্ডের ছবি মন মতো হয়নি? রইল বদলে নেওয়ার সহজ উপায়

আধার কার্ডের ছবি অপছন্দ বলে মন খারাপ করবেন না। খুব সহজেই কিন্তু এই ছবি আপডেট করে নেওয়া যায়।

ঠিক যেনো অবিকল মহিলা, পুরুষ দের জন্য ‘রোবট বউ’ নামক চীনা...

চীনের বিজ্ঞানীরা তৈরি করে ফেললেন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI technology) সম্পন্ন রোবট ‘বধূ’ (Robot Wife) বা রোবট ওয়াইফ।