- Advertisment -
HomelifestyleHealthহঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘোরে বা অন্ধকার দেখেন? জেনে নিন আসল কারণ

হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘোরে বা অন্ধকার দেখেন? জেনে নিন আসল কারণ

Dizziness: হঠাৎ বসা বা শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ালে আমাদের মাথা ঘুরে যায়। এই সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি। তখন চারিদিক অন্ধকার দেখি এবং এটি মাত্র কয়েক সেকেন্ডের জন্যই স্থায়ী হয়।

এই জন্য বিষয়টি নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটিকে একেবারেই অবহেলা করা উচিত নয়, কারণ এর ফলে ভবিষ্যতে বড় বিপদ হতে পারে। 

এবার জেনে নেওয়া যাক মাথা ঘোরার (Dizziness) কারণ কি কি

১) বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সমস্যার সঙ্গে নার্ভ বা স্নায়ু র সম্পর্ক রয়েছে। স্নায়ুর সমস্যায় ভুগলে তাদেরই শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘুরে যায়। এমনকি কয়েক সেকেন্ডের জন্যও তারা চোখে অন্ধকার দেখেন। তবে এটিকে কখনোই অবহেলা করা উচিত নয়।  

২) অনেকের ব্লাড প্রেসারের কারণে এটি ঘটে থাকে। রক্তচাপ কম থাকলে হঠাৎ উঠে দাঁড়ানোর সময় মাথায় সঠিক পরিমাণে রক্ত পৌঁছায় না যে কারণে মাথা ঘোরার সমস্যাটি হতে পারে। আপনার এই সমস্যা থাকলে নিজের ব্লাড প্রেসার চেক করিয়ে নিন। 

Dizziness Reson Explain In bengali

৩) মাথা ঘোরা টাকে বিপদের সংকেত হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এর ফলে শরীরে নানা অংশে বিভিন্ন লক্ষণ দেখা যায় যেমন – হার্টবিট বেড়ে যাওয়া, রক্তচাপ বেড়ে যাওয়া, আবার অনেকেরই চোখের সমস্যা হতে পারে। এছাড়াও মাথা ব্যাথা ও বমি বমি ভাবও হয়ে থাকে।

আরো পড়ুন: আজই ঝরিয়ে ফেলুন শরীরের অতিরিক্ত মেদ !

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাদের মধ্যে হঠাৎ উঠে দাঁড়ানোর পর মাথা ঘোরা সমস্যা আছে ভবিষ্যতে তাদের ডিমেনশিয়া (স্মৃতিভংশ) হতে পারে অর্থাৎ ভুলে যাওয়া রোগ। শুধু তাই নয় হিদযন্ত্র বিকল হয়ে যাওয়া বা স্নায়ু সমস্যা দেখা যেতে পারে। তাই এইসব লক্ষণগুলি যদি দেখা দেয় টবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

প্রতিদিনের ভাইরাল নিউস এর আপডেট পেতে ফলো করুন আমাদের ফেইসবুক পেজ ভিসিট করুন আমাদের ওয়েবসাইট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সুগার থাকবে নিয়ন্ত্রণে, খাদ্য তালিকায় অবশ্যই রাখুন এই ১০ সুপারফুড!

ডায়াবেটিস শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত৷  আট থেকে আশি সকলেই এই রোগের সাথে...

ঘুমোতে যাবার সময় কি অতিরিক্ত ফোন ব্যবহার করেন, তাহলে জেনে নিন...

ঘুমের সময় যদি আমাদের গান শুনতে ইচ্ছা করে তাহলে ফোনটিকে দূরে রেখে ব্লুটুথ স্পিকার ব্যবহার করা উচিত অথবা ইয়ারবাড ব্যবহার করা উচিত।

ভিটামিন ক্যাপসুল এর কাজ করতে পারে কাঁঠালের বীজ, বাড়বে ইমিউনিটি

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভ্যাকসিন পাওয়ার অপেক্ষায় গোটা দেশ। হয়তো ভ্যাকসিন পাওয়ার আগেই আক্রান্ত...

রাত্রে ঘুম আসেনা? জেনে নিন ৫ মিনিটে ঘুমিয়ে পরার একটি অব্যর্থ...

যেকোনো রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য উপযুক্ত পথ্য এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরী।...